• গোত্তা খেয়ে চান্ডিল ড্যামে ট্রেনিং প্লেন, নিহত বাঙালি-সহ দু'জন
    এই সময় | ২৩ আগস্ট ২০২৪
  • সঞ্চিতা মুখোপাধ্যায়, পুরুলিয়া

    গত মঙ্গলবার পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডের চান্ডিল ড্যামে ভেঙে পড়ে একটি ট্রেনিং প্লেন। তার পরই নিখোঁজ হয়ে যান ছোট ওই প্লেনটির পাইলট ও ট্রেনি পাইলট। দুর্ঘটনার তিন দিন পরে ভারতীয় নৌ বাহিনীর ১৫ সদস্যের একটি দলের চেষ্টায় উদ্ধার করা হয় নিহত দুই পাইলটের দেহ।চান্ডিলের এসডিএম শুভ্রা রানি মাহাতো জানান, প্লেনটির খোঁজে এনডিআরএফ ও নৌ সেনা যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার হওয়া দেহ দু’টির ময়না-তদন্ত হবে। তবে বৃহস্পতিবার দেহ উদ্ধার হলেও খোঁজ মেলেনি ছোট প্লেনটির। সেই প্লেনের সন্ধানে সরাইকেলা খরসোয়া জেলার চান্ডিল ড্যামে চলছে তল্লাশি। ২২ হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে থাকা চান্ডিল ড্যামের উপর ট্রেনিংয়ের প্লেন ওড়ায় জামশেদপুরের সোনারির একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ সংস্থা।

    সূত্র থেকে জানা গিয়েছে, প্লেনটিতে ট্রেনারের আসনে ছিলেন জিতশত্রু আনন্দ। ট্রেনি পাইলট ছিলেন শুভ্রদীপ দত্ত। চান্ডিল ড্যামের উপর দিয়ে ওড়ার সময়েই দুর্ঘটনায় পড়ে প্লেনটি। স্থানীয় বাসিন্দা ফাগুরাম মাঝি বলেন, ‘উড়ানের প্রশিক্ষণের জন্য এই এলাকা নিয়মিত ব্যবহার করা হয়। আকাশে খুব উঁচু থেকে গোত্তা খেয়ে নীচে নেমে আসছিল প্লেনটি। তার পর ফের আকাশে উড়ে যাচ্ছিল। এ ভাবে দু’বার ওঠানামা করার পরে গোত্তা খেয়ে প্লেনটি একেবারে জলের মধ্যে ঢুকে যায়। সেই সময়ে ড্যামের জলে বিশাল উথালপাথাল শুরু হয়।’

    খবর পেয়ে ড্যামের কাছে পৌঁছে যায় চান্ডিল ও নিমডি থানার পুলিশ। উদ্ধারে নামানো হয় এনডিআরএফ-কেও। পাওয়া যায় এক পাটি জুতো। তবে দেহ বা প্লেনের কিছুই পাওয়া যায়নি। বুধবার থেকে ভারতীয় নৌ সেনার ১৫ সদস্যের একটি দলকে ৪টি হাইড্রোগ্রাফার মেশিন ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে উদ্ধারকাজে নামানো হয়।

    বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উদ্ধার হয় এক জন পাইলটের দেহ। তাঁর দেহ ভাসতে দেখা যায় কয়লাগড়ের কাছে। জামায় ক্লিপ করা নেমপ্লেট দেখে দেহটি ট্রেনি পাইলট শুভ্রদীপ দত্তর বলে জানা যায়। পরে দেহ শনাক্ত করে পরিবার। নিহত শুভ্রদীপ দত্তের বাড়ি জামশেদপুর লাগোয়া আদিত্যপুরে বলে জানা গিয়েছে।

    দিনভর তল্লাশির পর বিকেলের দিকে গভীর জলে আরও এক পাইলটের দেহ উদ্ধার হয় বলে স্থানীয় সূত্রে খবর। তাঁকেই জিতশত্রু আনন্দ বলে মনে করা হচ্ছে। তিনি বিহারের পাটনার মিঠাপুর পুরেন্দরপুরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র তিন দিন আগে তিনি এই বিমান সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন।
  • Link to this news (এই সময়)