অনুদানের টাকায় মেয়েদের জন্য সেফটি কিট, সিসিটিভি ক্যামেরাও
এই সময় | ২৩ আগস্ট ২০২৪
এই সময়: সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হবে গোটা এলাকা। তার জন্য কতটা ফান্ড লাগতে পারে, তারই হিসেব-নিকেশ শুরু করেছেন সমাজসেবী সঙ্ঘের সদস্যরা। পাশাপাশি মহিলাদের জন্য ‘সেফটি কিট’-এর ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। পুজোর জন্য সরকারের থেকে পাওয়া অনুদানে এমন পরিকল্পনা রয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম নামী এই পুজো কমিটির।রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান ফেরত দেবে অনেক ক্লাব— এমন একটি রটনা সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে ছড়াচ্ছে। এরই মধ্যে শহরের দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব কমিটি’ সেই দাবি খারিজ করে। তার পরেই বিভিন্ন পুজো কমিটি জানিয়ে দিল, অনুদানের টাকা খরচ হবে মহিলাদের নিরাপত্তার কাজেই।
ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সঙ্ঘের কোষাধ্যক্ষ দেবজ্যোতি গুহ বলছেন, ‘আমাদের পরিকল্পনা মহিলাদের জন্য সেফটি কিট বিলি করা। কিটে একটা টর্চ, একটা পেপার স্প্রে, একটা মেটাল স্টিক এবং একটা হুইসল থাকবে।’ পশ্চিম পুটিয়ারির উন্নয়নী সঙ্ঘের পুজো কমিটির সম্পাদক স্বস্তিক সরকার বলছেন, ‘এ বার আমাদের পুজো ৭৫ বছরে পড়ল। মহিলাদের সেফটি কিট বিলি করে প্ল্যাটিনাম জুবিলি স্মরণীয় করে রাখব।’
এই দুই ক্লাবই জানিয়েছে, পাড়ার ক্যারাটে ক্লাবে যাতে আরও বেশি করে মেয়েরা ভর্তি হয়, সে দিকেও নজর দেওয়া হবে। সমাজসেবী সঙ্ঘের অরিজিৎ মৈত্রর বক্তব্য, ‘সরকারি অনুদানে আরও কিছু টাকা আমরা যোগ করে গোটা পাড়াকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা করেছি। রবীন্দ্র সরোবর থানার সঙ্গে কথা হয়েছে। এলাকায় কোনও অন্যায় কাজ হলে দুষ্কৃতী কোনও ভাবেই রেহাই পাবে না।’
ঠাকুরপুকুর এসবি পার্ক পুজো কমিটির সঞ্জয় মজুমদারও জনিয়েছেন মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে তাঁরা আলোচনা করছেন।