• RG Kar Case LIVE: কর্মবিরতিতেই অনড় বাংলার ডাক্তাররা, আজও সিবিআই অফিসে সন্দীপ
    আজ তক | ২৩ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। অন্য দিকে, আজ থানা ঘেরাও কর্মসূচি করবে বিজেপি। আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে...

    আজও সিবিআই অফিসে সন্দীপ

    আজ ফের কলকাতায় সিবিআই-এর অফিস সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৃহস্পতিবারও তাকে টানা ১২ ঘণ্টা সিবিআই অফিসারদের সঙ্গেই থাকতে হয়েছে।

    অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিক্যাল কলেজে ঢুকতে বাধা

    আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে পাঠানো হয়েছে। কিন্তু অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিক্যাল কলেজে ঢুকতে দেওয়া হবে না, বলে জানালেন ডাক্তারি পড়ুয়ারা। গত ৯ অগাস্ট আরজি করে তরুণী ডাক্তারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর এই অরুণাভ দত্ত চৌধুরীই তরুণীর বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, আত্মহত্যা করেছেন তাঁদের মেয়ে। 

    সঞ্জয় অনুতপ্ত নয়

    এত নৃশংসতার পরেও আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়ের কোনও অনুতাপ হচ্ছে না। জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা। 

    সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে অনুমোদন

    আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে অনুমতি দিয়েছে শিয়ালদা কোর্ট। সন্দীপ ছাড়াও পলিগ্রাফ টেস্ট হবে আরজি কর-এর ৪ পড়ুয়া ও এক সিভিক ভলান্টিয়ারের। টেস্ট করবে সিবিআই।

    সিবিআইয়ের নজরে নিহত চিকিৎসকের ফোন

    নিহত চিকিৎসকের ফোনের এখনও লক খুলতে পারেনি সিবিআই, এমনটাই জানাল তাঁর পরিবার। ফোনে লক খুললে অনেক তথ্য জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

     

    সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ

    আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে শিয়ালদা আদালত। সেই সঙ্গে ৪ চিকিৎসক পড়ুয়ারও পলিগ্রাফ পরীক্ষা করানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

     

    চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

    তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

    আজ থানা ঘেরাও কর্মসূচি বিজেপির

    আরজি করকাণ্ডের প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচি করবে বিজেপি। গতকাল বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।

     
  • Link to this news (আজ তক)