• দার্জিলিংয়ে খাদে গাড়ি, মৃত্যু, নিমতার যুবকের, জখম তিন
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা দার্জিলিং: দার্জিলিংয়ে বেড়াতে এসে গাড়ি সহ ৩০০ ফুট গভীর খাদে পড়লেন উত্তর চব্বিশ পরগনার চার পর্যটক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পর্যটকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিমল দে (৩৫)। তাঁর বাড়ি নিমতায়। দুর্ঘটনার পরই স্থানীয়রা খাদে নেমে গাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় বাকি তিন পর্যটককে উদ্ধার করেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে দার্জিলিংয়ের তাকভর এলাকায়। গুরুতর জখম শুভঙ্কর মণ্ডল, বিশ্বজিৎ পোদ্দার এবং চিরঞ্জীব দাসকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    দার্জিলিং সদর মহকুমা শাসক রিচার্ড লেপচা বলেন, চার পর্যটকই উত্তর চব্বিশ পরগনা থেকে বেড়াতে এসেছিলেন। মৃত ও অন্য এক পর্যটক নিমতার বাসিন্দা।  বাকি দু’জনের মধ্যে একজন সোদপুর, অন্যজন মহিষপোতার। দার্জিলিং জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। 

    পুলিস জানিয়েছে, ওই চার পর্যটক একটি ছোট গাড়ি নিয়ে এদিন দার্জিলিং বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালেই তাঁরা পৌঁছন। দুপুর নাগাদ গাড়ি নিয়ে একটি হোমস্টেতে যাচ্ছিলেন। পথে আচমকাই তাকভর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
  • Link to this news (বর্তমান)