• হোটেলের ফুটন্ত তেলের কড়াইয়ে ধাক্কা ১০ বছরের ছাত্রকে, ধৃত চার
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ বছরের বালককে ফুটন্ত তেলের কড়াইয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে হোটেল মালিক ও কর্মচারী সহ মোট চারজনকে গ্রেপ্তার করল একবালপুর থানা। কলকাতা পুলিসের ডিসি (পোর্ট) হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, ধৃতরা হল, মেহতাব হোসেন,  আনোয়ার আনসারি, আটা হোসেন ও তাজমুল আনসারি। প্রাথমিক তদন্তে একবালপুর থানার পুলিস জানতে পেরেছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। আর পাঁচটা দিনের মতো ঠাকুমার সঙ্গে স্থানীয় স্কুলে যাচ্ছিল দশ বছরের ছাত্র। একবালপুর লেনের একটি হোটেলের সামনের ফুটপাতে উনুন, বেঞ্চ দিয়ে রাস্তা আটকে রেখেছিল হোটেল। ছাত্রের ঠাকুমা কুলসুম বেওয়া তাঁদের যাওয়ার মতো রাস্তা ছেড়ে দিতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে তাজমুল আনসারি নামে হোটেল কর্মচারী ছাত্রকে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে ছাত্র হোটেলের ফুটন্ত তেলের কড়াইয়ে ছিটকে পড়ে যায়। ফলে গুরুতর দগ্ধ হয় সে। স্থানীয় সূত্রে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় একবালপুর থানার পুলিস। জখম ছাত্রকে উদ্ধার করে একবালপুর নার্সিংহোমে পাঠানো হয়। 

    পাশাপাশি, ছাত্রের ঠাকুমার কুলসুমের লিখিত অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক ও কর্মচারী সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে রাস্তা আটকানো, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, গুরুতর জখম করার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আজ শুক্রবার আদালতে হাজির করার কথা রয়েছে।     
  • Link to this news (বর্তমান)