• বিজেপির সভামঞ্চে উঠে ‘হুমকি’ তৃণমূল নেতার! ভাইরাল ভিডিও
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি কর কাণ্ডের প্রতিবাদে চলছিল বিজেপির প্রতিবাদ সভা। আর সেই সভায় সটান উঠে গিয়ে কার্যত ‘হুমকি’র সুর শোনালেন আমডাঙা বিধানসভা কেন্দ্রের আইএনটিটিইউসি সভাপতি সৌমেন কাঞ্জিলাল (গোপাল)। এমনটাই দাবি বিজেপির। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, সৌমেন কাঞ্জিলাল আবার কলকাতা পুলিসে এসআই পদেও কর্মরত। এদিন সৌমেন ও তাঁর কিছু অনুগামী মদ্যপ অবস্থায় বিজেপির সভা বানচাল করতে এসেছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল নেতা। 

    পুলিস অফিসার হয়েও সৌমেন কাঞ্জিলাল (গোপাল) কীভাবে সরাসরি রাজনৈতিক দলের শ্রমিক নেতার পদে থাকেন? তাঁর জবাব, ‘সরকারি নথিপত্রে আমার নাম সৌমেন কাঞ্জিলাল। এই নামে আমি পুলিসে চাকরি করি। আর আমার ডাকনাম গোপাল। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি গোপাল পরিচয়েই। গোপাল কাঞ্জিলাল হিসেবেই আমডাঙা বিধানসভা কেন্দ্রের আইএনটিটিইউসি সভাপতির দায়িত্ব পালন করছি আমি।’ 

    আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় দত্তপুকুর স্টেশনে প্রতিবাদ সভা ছিল বিজেপির। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বিজেপির এই প্রতিবাদ সভা চলাকালীন সেখানে সদলবলে হাজির হন গোপাল। তাঁর এই সংক্রান্ত একটি ভিডিও-ও এদিন ভাইরাল (এর সত্যতা ‘বর্তমান’ যাচাই করেনি) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, ওই নেতা প্রথমে বিজেপির প্রতিবাদ সভামঞ্চের নীচ থেকে হম্বিতম্বি শুরু করেন! এরপর, তিনি সটান উঠে পড়েন সভামঞ্চে! সেইসময় মঞ্চে বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায়। তাঁর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তিনি গেরুয়া শিবিরের নেতাদের ‘নীতিকথা’ শেখাতে শুরু করেন বলে অভিযোগ। বিজেপির মঞ্চে উঠে তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘এখানে আমরা যারা রয়েছি তাঁদের সকলকেই বলছি মহিলাদের সম্মান দিতে হবে। এটা মাথায় ঢুকিয়ে নিন।’ এরপরই প্রতিবাদ সভায় হাজির হওয়া এক বিজেপি কর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘এই যে বুড়ো হঠাৎই বিজেপি করছে, করুক। কিন্তু, পরিবারের সম্মান যদি না-রাখে, ওর পরিবারের লোক যদি আমার কাছে এসে ওর নামে অভিযোগ করে যে, তারা যথাযথ সম্মান পাচ্ছে না, তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব না। বলে রাখলাম সবাইকে।’ 

    এই হুঁশিয়ারি দেওয়ার পরই তৃণমূল নেতার পাশে উপস্থিত বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায়ের কাঁধে হাত রেখে তিনি বলতে থাকেন, ‘ওঁকে আমি চিনি না। কিন্তু, আমি ওঁকে সম্মান করি।’ এনিয়ে বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূল নেতা ও তাঁর শাগরেদরা মদ‍্যপ অবস্থায় এসে আমাদের প্রতিবাদ সভা বানচাল করার চেষ্টা করেন। তাঁদের সেই চেষ্টা অবশ্য ব্যর্থ হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।’ তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা সৌমেন কাঞ্জিলাল দাবি করেন, বিজেপির প্রতিবাদ সভায় তিনি কোনও দাদাগিরি করেননি। বিজেপি নেতৃত্বই আর জি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করছিলেন। সেখানে গিয়ে শুধুমাত্র ওই কুৎসারই জবাব দিয়েছেন তিনি। এর বাইরে কিছুই ঘটেনি।
  • Link to this news (বর্তমান)