• তদন্ত নিয়ে CBI-এর উত্তর মেলেনি, কর্মবিরতি চালানোর সিদ্ধান্ত চিকিৎসকদের
    এই সময় | ২৪ আগস্ট ২০২৪
  • গত ১৩ অগস্ট আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন-ধর্ষণের তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। ১০ দিন অতিক্রান্ত। তদন্তের গতিপ্রকৃতি কেমন? সেটা জানতেই শুক্রবার সিজিও কমপ্লেক্সে যান আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দল। সিবিআইয়ের তরফে তদন্ত নিয়ে কোনও উত্তরই মেলেনি বলে দাবি করলেন তাঁরা।শুক্রবার সন্ধ্যায় সিজিও থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তারা সাংবাদিকদেরর মুখোমুখি হয়ে জানান, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে প্রতিনিধি দল সিবিআই দপ্তরে যায়। সিবিআইয়ের তরফে তাঁদের জানানো হয়, যেহেতু আদালতের নজরদারিতে এই তদন্ত চলছে, সেই কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলা যাবে না।

    প্রতিনিধি দলের তরফে ডঃ অর্ণব মুখোপাধ্যায় জানান, তাঁরা আলাদা করে কোনও বিষয়ে সিবিআইয়ের কাছে জানতে চাননি। তবে, দেশের সাধারণ মানুষ জানতে চাইছে, তদন্ত কতদূর এগিয়েছে? বিচার কবে পাওয়া যাবে? সেই কারণে, সিবিআইয়ের তরফে কোনও প্রেস রিলিজ দেওয়া যায় কিনা, সেটাও আবেদন রাখা হয়েছিল। তবে, সেই বিষয়টিও সিবিআই নাকচ করে দিয়েছে বলে জানান চিকিৎসকরা।

    সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে আবেদন জানান। আজ সিবিআইয়ের কাছ থেকে তদন্তের গতিপ্রকৃতি জেনে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনুমান করা গিয়েছিল। তবে, এদিন আন্দোলনরত চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে না। অর্ণব মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের আন্দোলনের একটাই দাবি ছিল জাস্টিস। এটা যখন আমরা পাচ্ছি না, তাই কর্মবিরতি যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে।’

    তাঁদের আরও দাবি, বিভিন্ন জায়গায় প্রচার চলছে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমাদের জন্য। কিন্তু এটা সম্পূর্ণ অপপ্রচার। তাঁদের কথায়, সিনিয়র ডাক্তাররা জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর বিভিন্ন জায়গায় পরিষেবা দিচ্ছেন। তাঁদের সংযোজন, সুপ্রিম কোর্ট যে আবেদন আমাদের করেছে সেটা অবশ্যই শিরোধার্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই দেশের বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের জুনিয়ার ডাক্তাররা রাই কর্মবিরতি চালিয়ে যাব।
  • Link to this news (এই সময়)