স্কুল বহির্ভূত কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ নয়, নির্দেশ DM-দের
এই সময় | ২৪ আগস্ট ২০২৪
স্কুল পড়ুয়াদের স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না। রাস্তা অবরোধ-সহ অন্য কর্মসূচিতে নিয়ে যাওয়া যাবে না পড়ুয়াদের। নির্দেশ জারি করল নবান্ন। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশ সমস্ত জেলাশাসকদের পাঠানো হয়েছে।নবান্ন সূত্রে খবর, কোনও প্রতিবাদ, রাস্তা অবরোধ-সহ বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা। স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ-সহ বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া কোনওমতেই অনুমোদনযোগ্য নয় বলে সেই নির্দেশিকা জানানো হয়েছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এটা নিশ্চিত করতে হবে রাস্তা অবরোধ-সহ অন্য কর্মসূচিতে পড়ুয়াদের কাজে লাগানো হচ্ছে না। এরকম কোনও ঘটনা ঘটে থাকলে সেটা খুঁজে বের করতে হবে। কোনও জায়গায় এরকম কর্মসূচি নেওয়া হলে সেটা বন্ধ করতে হবে। এমনকী, যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল। স্কুলের বাইরে কোনওরকম কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না পড়ুয়ারা বলে জানানো হয়েছিল সেই নির্দেশিকায়। প্রাথমিক স্কুল, আপার-প্রাইমারি এবং উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশিকা দেওয়া হয়। যদিও, এই নির্দেশিকার চরম বিরোধিতা করা হয় বিরোধী দলগুলির তরফে। মূলত, আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে দাবি করা হয় বিরোধীদের তরফে।
যদিও, আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণির মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। ‘বিচার চাই’ স্লোগান তুলে বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি, আরজি কর কাণ্ড নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আরজি কর মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আইন নিজের পথে চলবে। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না।