আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসকদের মৃত্যুর ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মহিলাদের নিরাপত্তা প্রদানের বিষয়টি মাথায় রেখে এবার রেল হাসপাতালেও নেওয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ।ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং রোগীর নিরাপত্তার স্বার্থে শিয়ালদা ডিআরএমের নেতৃত্বে বিআর সিং হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি। সেখানে হাসপাতালের সুরক্ষা বৃদ্ধির জন্য কী কী প্রয়োজনীয়, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ঠিক হয়েছে, হাসপাতালের প্রতিটি কোণে CCTV কভারেজ প্রদানের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। মহিলাদের সুরক্ষায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। ডাক্তার, কর্মচারী এবং প্যারামেডিক্যাল স্টাফ-সহ সকলের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র চালু করা। হাসপাতালের দরজা খোলা এবং বন্ধ করার জন্য QR কোডিং সিস্টেমের থাকবে। এর পাশাপাশি প্যানিক বোতাম লাগানো, ডেডিকেটেড হেল্পলাইন নম্বর চালু হবে।
ইতিমধ্যে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বি আর. সিং হাসপাতালে। জানা গিয়েছে, সিসিটিভি স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে হাসপাতালে। ইতিমধ্যেই ৩০টি নতুন সিসিটিভি ইনস্টল করা হয়েছে। আরও ১৩২টি সিসিটিভি স্থাপনের কাজ জরুরি ভিত্তিতে চলছে৷ মহিলা ডাক্তার, নার্সিং স্টাফ এবং যে কোনও জরুরি পরিস্থিতিতে রোগীদের সুবিধার্থে দুটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর ইতিমধ্যে চালু করা হয়েছে৷ হাসপাতালের পুরো সীমানা প্রাচীর দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়েছে।