• নিয়মিত বেতন ও দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে কর্মবিরতিতে হাসপাতাল কর্মীরা
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, শান্তিনিকেতন: প্রায় দু’ মাস ধরে বোলপুর মহকুমা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় ও সুইপাররা বেতন পাচ্ছেন না। সেই দাবি তুলে শুক্রবার সকাল থেকেই কর্মবিরতির ডাক দেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, খাতায়কলমে ভুয়ো নিরাপত্তা কর্মী দেখিয়ে তিন বছর ধরে প্রায় ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন নিরাপত্তা রক্ষীদের দায়িত্বে থাকা চার সুপারভাইজার। তাঁদের বিরুদ্ধে বেসরকারি নিরাপত্তা সংস্থাকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই বিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দুই দাবি নিয়ে এদিন সকাল থেকেই কর্মবিরতির ডাক দেন মোট ১২৯ জন কর্মী। তার ফলে কিছুটা বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। যদিও রোগীদের তেমন সমস্যার মুখে পড়তে হয়নি। কারণ বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের স্টুডেন্টরা হাসপাতালে ট্রেনিং নিচ্ছেন। তাই ওয়ার্ড বয় ও ক্যাজুয়াল স্টাফদের কাজগুলি তারা কিছুটা করে দেওয়ায় অসুবিধা অনেকটাই কম হয়েছে। তবে এমন অবস্থা চলতে থাকলে অবশ্যই হাসপাতালে পরিষেবা ব্যাহত হবে বলে মনে করছেন রোগী সহ অন্যান্যরা। অন্যদিকে কর্মবিরতির ডাক দেওয়া সকলের দাবি, যতক্ষণ না তাঁদের সমস্যা মেটানো হচ্ছে ততক্ষণ অবধি এই বিক্ষোভ আন্দোলন চলবে। 

    আন্দোলনকারী কর্মী বেবি গড়াই, অমিত মণ্ডল, আসমা খাতুন বলেন, আমাদের বেতনের কোনও সঠিক দিন নেই। এখনও অবধি আমরা গত মাসের বেতন পাইনি। তার ফলে সংসার চালাতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। এছাড়াও যে কয়জন নিরাপত্তারক্ষীদের নামে টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের অসুবিধা না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে। বোলপুর মহকুমা হাসপাতালে সুপার দিবাকর সর্দার বলেন, বিষয়টি শুনেছি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে। হাসপাতালে পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেই দিকটিতে গুরুত্বপূর্ণ ভাবে নজর দেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)