• খানাকুলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুলে দ্বারকেশ্বর নদের উপর সেতুর পিলারে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎ স্থানীয়রা সেতু থেকে শব্দ শুনতে পান। তাঁরা জানান, সেতুর পিলারের একাংশে ফাটল দেখা দিয়েছে। সেইসঙ্গে বেশ কিছু অংশ বসেও গিয়েছে। ফলে এই সেতু চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খবর পেয়ে পুলিস সেতুর দুই প্রান্তে গার্ডরেল দিয়ে দেয়। ফলে হুগলির খানাকুলের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের একাংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই সেতুটি বেহাল দশায় রয়েছে। তাড়াতাড়ি সেটির আমূল সংস্কার করা দরকার। দীর্ঘদিন সেতুটি বন্ধ করে রাখলে সমস্যা হবে।ঠাকুরানীচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি বলেন, সেতুটি বহুদিন ধরেই বেহাল হয়ে রয়েছে। এবার নদীতে জল বেড়ে যাওয়ায় সেতুর উপর চাপ পড়ে। ফলে সেতুটি আরও বেহাল হয়ে একাংশে ফাটল দেখা দিয়েছে। সেখান দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের কাছে তাড়াতাড়ি সেতু মেরামতের আবেদন জানানো হয়েছে। খানাকুল-১ এর বিডিও শুভজিৎ দাশগুপ্ত বলেন, সেতুতে ফাটল দেখা দেওয়ায় নদীতে নৌকা চলাচল শুরু হয়েছে। ওখানে সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে। সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)