• স্কুলেই সব্জি ও মাছ চাষ, রান্না মিড ডে মিলে
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, তেহট্ট: স্কুলে হচ্ছে সব্জি ও মাছ চাষ। সেই সব্জি ও মাছ প্রতিদিন মিড ডে মিলে খাচ্ছে ছাত্রছাত্রীরা। প্রতিদিন সব্জি ও মাছ পেয়ে খুশি তারা। ঘটনা পলাশীপাড়া থানার অভয়পুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে সাধারণ মানুষ। 

    স্কুল সুত্রে জানা গিয়েছে, অভয় অগর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আছে। মোট ১৫২ ছাত্রছাত্রী। এই স্কুলের ভিতরে বেশ কিছুটা জায়গা আছে। সেই জায়গা ফেলে না রেখে তাতে বিভিন্ন ধরনের সব্জি চাষ করছে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। স্কুলের একটি জায়গায় বড় চৌবাচ্চা বানিয়ে সেখানে হচ্ছে জিওল মাছের চাষ। সারা বছর স্কুলের জমি থেকে লালশাক, পেঁপে, কাচালঙ্কা, লাউ, বেগুন, পুঁইশাক সহ বিভিন সব্জি মিড ডে মিলের জন্য রান্না করা হয়। এই সব্জি অতিরিক্ত হলে ছাত্রছাত্রীদের মধ্যে তা বিলিয়ে দেওয়া হয়। সারা বছর হয় মাছ চাষ। সেই মাছ সপ্তাহে তিনদিন ছাত্রছাত্রীদের পাতে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা বলে, আমাদের স্কুলে সারা বছর বিভিন্ন সব্জি চাষ ও মাছ চাষ হয়। আমরা শিক্ষকদের সাহায্য নিয়ে সব্জি চাষ করি। মাছ চাষটা শিক্ষকরাই করেন। আমরা প্রতিদিন কম বেশি মাছ ও সব্জি পাই মিড ডে মিলে। অতিরিক্ত সব্জি বিক্রি করে শিক্ষকরা আমাদের মাংস খাওয়ান। প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, আমাদের স্কুলের ভিতরে অনেক জায়গা ছিল। আমাদের মনে হয়েছিল এই জায়গায় যদি সব্জি চাষ করি তাহলে ছাত্রছাত্রীদের ভালো করে দুপুরের খাবার দেওয়া যাবে। সেই ভাবনা থেকে আমরা সব্জি চাষ শুরু করি। সেই সময় পাশের একটি জায়গায় বড় করে ইট দিয়ে চৌবাচ্চা বানিয়ে মাছ চাষও শুরু হয়। সেখানে জিওল আর মাগুর মাছ চাষ হয়। আমাদের এই স্কুলে এলাকার গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়ে। তারা যাতে দুপুরে সঠিক খাবার পায় তাই আমাদের এই উদ্যোগ।
  • Link to this news (বর্তমান)