• কেশিয়াড়িতে দুর্ঘটনায় জখম ৬
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ি থানার কলাবনীতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে চারচাকা গাড়ির ধাক্কায় ছ’জন জখম হয়েছেন। জখমদের উদ্ধার করে প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। চারচাকা গাড়ির মধ্যে থাকা জখম চারজনকে মেদিনীপুর থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা আলিপুর আদালতের এক আইনজীবী সপরিবারে পুরী যাচ্ছিলেন। দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কেশিয়াড়ি থানার কলাবনীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে প্রাইভেট কারটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় পোল্ট্রি মুরগি বহনকারী খালি পিকআপ ভ্যানটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। পিকআপ ভ্যান থেকে নেমে পাশেই আখের রস খাচ্ছিলেন চালক ও খালাসি। তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, চারচাকা গাড়ির সামনের অংশ পিকআপ ভ্যানের পিছনে ঢুকে যায়। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়ি থেকে জখমদের উদ্ধার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে আটক করেছে কেশিয়াড়ি থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)