• পুজোর মুখে সাসপেনশন অব ওয়ার্ক তোর্সা চা বাগানে, অচলাবস্থা মহুয়ায়
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজার মুখে ফের বিপাকে দুই চা বাগানের শ্রমিকরা। কালচিনির মহুয়া চা বাগানে অচলাবস্থা চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে তোর্সা চা বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে চলে যায় কর্তৃপক্ষ। বাগানে  দু’টি চা বাগান একই মালিকের। ফলে  তোর্সা চা বাগানের ৬৫২ জন শ্রমিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ল। 

    তোর্সা চা বাগানে দু’মাস ধরে অচলাবস্থা চলছিল। ১৯ আগস্ট সেখানে সরকারিভাবে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেওয়া হয়েছিল।  বৃহস্পতিবার রাতে প্রশাসন ও চা শ্রমিক সংগঠনগুলির হাতে সাসপেনশন অব ওয়ার্কের সেই নোটিস এসেছে। মালিকপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিস জেলাশাসক, পুলিস সুপার, শ্রমদপ্তর এবং চা শ্রমিক সংগঠনগুলিকে পাঠিয়েছে। 

    শ্রমিকদের দাবি, দু’টি বাগানেই দু’মাসের বেতন বকেয়া রয়েছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাসপেনশন অব ওয়ার্কের নোটিসে মালিকপক্ষ জানিয়েছে, বাগানের কাজে শ্রমিকরা শৃঙ্খলা মানছেন না। শ্রমিকরা প্রতিদিন নিয়ম করে কাজে আসেন না। কাজ বাদ দিয়ে শ্রমিকরা বাগানে বিক্ষোভ কর্মসূচি করছে। এরফলে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। পাল্টা জবাব দিয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের তোর্সা ইউনিট কমিটির সভাপতি ললিত কৈরালা বলেন, দু’টি বাগানের শ্রমিকদের দু’মাসের বেতন বকেয়া। টাকা না মিটিয়ে শ্রমিক অসন্তোষের অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ তোর্সা চা বাগান ছেড়ে চলে গিয়েছে।

    এ ব্যাপারে শ্রমদপ্তরের বীরপাড়ার সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, তোর্সা বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেওয়া হয়েছে।  পরিস্থিতির কথা ওপরমহলে জানানো হয়েছে।   

    ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সচিব শুভাশিস মুখোপাধ্যায় বলেন, শ্রমিকরা বাগানে যখন তখন বিক্ষোভ করছে। গত ১৪ জুলাই বাগানে ম্যানেজারের কোয়ার্টার লক্ষ করে ইট পাটকেলও ছুঁড়েছে। এই ঘটনায় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। তাই তোর্সা বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে । তবে মহুয়া বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেওয়া হয়নি। ওই বাগানে অচলাবস্হা চলছে।
  • Link to this news (বর্তমান)