• গদাধরের ভাঙন রোধে বাঁধ দাবি
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: গদাধর নদীর পাড় ভাঙনে দিশেহারা তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী ধাদিয়াল ঘুগরাতলা। ২১৯ নম্বর বুথের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ভাঙন ব্যাপক আকার নিয়েছে। কিছু বসতবাড়ি, চাষের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। কিছু পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, কয়েক বছরে ওই এলাকায় ভাঙন ব্যাপক আকার নিয়েছে। এবারেও সেই ধারা অব্যাহত। প্রশাসনকে লিখিত জানিয়েও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা সাহেরা বিবি বলেন, প্রতিবছর বর্ষায় নদী যেভাবে একটু একটু করে এগিয়ে আসছে, তাতে পরিবার নিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে। এখানে বোল্ডারের বাঁধ তৈরি করা উচিত। তাহলেই গ্রামকে রক্ষা করা সম্ভব। জাকির হোসেন নামে আরএক বাসিন্দা বলেন, ‘আমাদের এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করেন। বছরের পর বছর জমি নদীগর্ভে তলিয়ে গেলে জীবিকাহীন হয়ে পড়বেন এলাকাবাসী।’ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মলকুমার রায় সিংহ বলেন, দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দারা পাকা বাঁধের দাবি করছেন। আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি। তুফানগঞ্জ মহকুমা সেচদপ্তরের আধিকারিক সৌরভ সেন বলেন, বাঁধের জন্য এস্টিমেট দেওয়া হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু হবে।
  • Link to this news (বর্তমান)