• বিপজ্জনক বাড়ির মালিকদের তলব করল পুরসভা
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ নিতে চাইছে পুরসভা। আগামী বুধবার শহরের দু'টি বিপজ্জনক বাড়ির মালিককে তলব করা হয়েছে পুরসভার তরফে। তার আগে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে চূড়ান্ত সার্ভে করিয়ে নিতে চাইছে জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার এ বিষয়ে বৈঠকের পর পুরসভার  চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, শহরের ১৫টি বাড়িকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই নোটিস দিয়েছি আমরা। তবে দু'টি বাড়ির অবস্থা সবচেয়ে খারাপ। এর মধ্যে একটি বাড়ির কার্নিশের অংশ রাস্তায় ভেঙে পড়েছে। ওই দু'টি বাড়ির মালিককে বুধবার পুরসভায় তলব করা হয়েছে। মালিক যদি নিজেরা বিপজ্জনক বাড়ি ভেঙে না ফেলেন, তাহলে পুরসভা ব্যবস্থা নেবে। তবে তার আগে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে আর একবার সার্ভে করিয়ে নিতে চাইছি। কারণ, কোনও বাড়িকে বিপজ্জনক ঘোষণা করতে গেলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়েই সার্টিফাই করাতে হয়। আমাদের সেই ইঞ্জিনিয়ার নেই। সে কারণেই আমরা মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি। তবে আমাদের ইঞ্জিনিয়াররা দেখে জানিয়ে দিয়েছেন মুক্তাভবন এবং কোহিনুর ভবন দু'টিরই অবস্থা খুব খারাপ।
  • Link to this news (বর্তমান)