• ‘জাস্টিস’ দিতে সমাজমাধ্যমে অর্থ সাহায্যের আর্জি নিয়ে আলোড়ন
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। নির্যাতিতা ‘অভয়া’ এখন জনআন্দোলনের প্রতীক। প্রতিদিনই রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ। কেউ ধর্ষক-খুনির শাস্তির দাবিতে, আবার কেউ রাজনীতি করতে। এই পর্বেই ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুয়োমোটো মামলা শুরু করিয়েছে সুপ্রিম কোর্ট। ‘অভয়া’র হয়ে মামলা লড়ছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। চিকিৎসকদের নিরাপত্তায় এখন একে সিরিজের রাইফেলধারী আধাসেনার কড়া পাহারা। কিন্তু সেই জনআন্দোলনের ফাঁকেই নির্যাতিতাকে সামনে রেখে শুরু হয়েছে ‘টাকা তোলা’র কারবার! বলা হচ্ছে, আইনি লড়াইয়ের সাহায্যে। ‘জাস্টিস’ পেতে।

    ‘অভয়া অ্যাকশন কমিটি’র নামে এসবিআইয়ের আর জি কর মেডিক্যাল কলেজ শাখায় কারেন্ট অ্যাকাউন্ট খুলে সমাজমাধ্যমে বিভিন্ন মহলের কাছে অর্থ সাহায্যের আবেদন করা হচ্ছে। কিউ আর কোডও দেওয়া হয়েছে। গোটা বিষয়টির নাম দেওয়া হয়েছে, #justiceforabhaya। আর জি করের আন্দোলনকারীদের তরফে সমাজমাধ্যমে এই আবেদন জানিয়েছেন ডাঃ প্রিয়া লাকড়া, ডাঃ রিয়া বেরা ও ডাঃ শিবম গারোদিয়া। কেন আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টাকা তোলা? তা নিয়ে ‘সন্দিহান’ মন্তব্যও শুরু হয়েছে সমাজমাধ্যমে। টাকা তুলে এহেন জন আন্দোলনের ‘গরিমা’ নষ্ট না করার জন্যও আবেদন জানাচ্ছেন অনেকে। যদিও আন্দোলনকারীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে তাঁরা পার্টি হতে চান। আইনি সেই লড়াইয়ের জন্যই ‘ক্রাউড ফান্ডিং’ করা হচ্ছে বলে তাঁদের দাবি। যদিও ওয়াকিবহাল মহলের বক্তব্য, যে মামলা স্বতঃপ্রণোদিত হয়ে শুরু করিয়েছে খোদ সুপ্রিম কোর্ট, তারা মনে করলেই আন্দোলনকারীদের পার্টি করতে পারে। সেখানে আলাদা করে খরচ করতে হবে, এ যুক্তি বোধগম্য নয়। ডাক্তারদের তরফে অর্থ সাহায্য চাওয়ার পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের আয়োজন করা, ফ্লেক্স এবং ব্যানার তৈরির নামে একটা অংশের ‘কৌটো নাচানো’ শুরু করার খবরও আসছে। বিষয়গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছেন গোয়েন্দারা।  
  • Link to this news (বর্তমান)