• নবান্ন অভিযান কর্মসূচিতে কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ডাক দেওয়া নবান্ন অভিযান কর্মসূচিতে কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ওই কর্মসূচি বাতিলের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানির পর বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে বিষয়টিতে তারা হস্তক্ষেপ করবে না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, রাজ্য সরকার এই কর্মসূচির প্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। 

    আর জি কর কাণ্ডের প্রতিবাদে ২৭ আগস্ট, মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি হওয়ার কথা। এই কর্মসূচি রুখতে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বিষয়টি নিয়ে এদিন নতুন করে এক জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর তরফে শুনানিতে দাবি করা হয়, অতীতে নবান্নের সামনে বিভিন্ন কর্মসূচিতে বারবার অশান্তি হয়েছে। এই কর্মসূচি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। রাজ্যের তরফেও দাবি করা হয়, এই ধরনের মিটিং-মিছিল কিংবা প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজ্যের একটি নির্দেশিকা রয়েছে। পুলিসের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কিন্তু শুনানি শেষে আদালত জানিয়ে দিয়েছে, বিষয়টি নিয়ে তারা হস্তক্ষেপ করবে না। এছাড়া এই মামলায় যেকোনও অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে জনসাধারণ যাতে কোনও অসুবিধায় না পড়েন, তা নিয়ে একটি গাইডলাইন তৈরির আবেদন জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
  • Link to this news (বর্তমান)