• নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ নিয়ে ধন্দ
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নলহাটিতে। শুক্রবার সকালে বাপের বাড়িতে তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। পুলিসের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজন। বছর ছাব্বিশের ওই নার্স রশ্মি খাতুন নলহাটি-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিস জানিয়েছে, নলহাটি থানার শেরগ্রামে বাপের বাড়ি রশ্মির। দু’বছরেরও বেশি সময় ধরে তিনি নলহাটি-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। সাত মাস আগে বিয়ে হয়েছিল, গ্রামেরই এক যুবকের সঙ্গে। তিনি রাজস্থানে কাজ করেন। আট দিন আগে সেখানে ফিরে যান তিনি। শুক্রবার সকালে বাপের বাড়ির সদস্যরা যুবতীকে শোওয়ার ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলতে দেখেন। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রশ্মিকে মৃত ঘোষণা হয়। 

    মৃতার বাবা মহম্মদ বরকতুল্লা বলেন, মেয়ে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ডিউটি করেছে। শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার থেকে পাঁচদিন ছুটি নিয়েছিল। রাতে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করি। মেয়ে নিজের ঘরে ঘুমোতে যায়। সকালে দেখি, ফ্যানে ঝুলছে দেহ। হঠাৎ কেন আত্মহত্যা করল কিছুই বুঝতে পারছি না। কারও উপর আমাদের সন্দেহও নেই। তবুও পুলিসকে বলেছি শেষকৃত্য সম্পন্ন হলে মেয়ের মোবাইল জমা দেব। যদি মোবাইলে মৃত্যুর কিছু সূত্র পাওয়া যায়। বিএমওএইচ ভৈরব সরকার বলেন, ডিউটিতে এসে উনি অবসাদগ্রস্ত থাকতেন। কিছুদিন ধরে উনি প্রায়ই বলতেন ঘুম হচ্ছে না। ঘুমের ওষুধ খাচ্ছি। উনি অসুস্থ থাকায় ছুটিতে ছিলেন। পুলিস জানিয়েছে, এখনও পর্যন্ত এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে প্রাথমিক অনুমান, ওই নার্স আত্মহত্যা করেছেন
  • Link to this news (বর্তমান)