• হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছোট থেকেই ছিল পাহাড়ে যাওয়ার নেশা। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে চাকরি পাওয়ার পরও সেই নেশা তিনি ছাড়তে পারেননি। ফি-বছর নিয়ম করে বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে  যেতেন জগদ্দলের কেউটিয়ার বাসিন্দা সুব্রত প্রামাণিক (৪৮)। সেরকমই এক অভিযানে গিয়ে আর তাঁর ফেরা হল না! প্রবল শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। 

    তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, কর্মস্থলে একটি ট্রেকার্স ক্লাব রয়েছে সুব্রতবাবুদের। সেই ক্লাবের তরফে গত ১৩ আগস্ট ৬ সহকর্মীর সঙ্গে হিমাচল প্রদেশ রওনা হয়েছিলেন সুব্রত। লক্ষ্য ছিল হিমাচল প্রদেশের মাউন্ট শিনকুন ওয়েস্ট অভিযান। পাহাড়ে ওঠার সময়েই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। ক্যাম্প ১ থেকে বেস ক্যাম্পে আনার সময় মৃত্যু হয় তাঁর। সুব্রতবাবুর ভাই শিবলু প্রামাণিক বলেন, ‘দাদা বছরে দু’বার করে ট্রেকিংয়ে যেত। ক্যাম্প১-এ থাকার সময়ও তাঁর সঙ্গে কথা হয়েছিল। সেদিন বৌদি ও ভাইঝির সঙ্গেও কথা বলে ভিডিও কলে। শরীর ঠিক আছে বলেই জানিয়েছিল।’ তিনি আরও জানান, সুব্রতবাবু অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল করে দুই সহযাত্রী তাঁকে নিয়ে বেস ক্যাম্পের দিকে রওনা হন। নীচে নেমে আসার পথে তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (বর্তমান)