• সিঁথিতে ভাঙল বিপজ্জনক বাড়ি
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে ভাঙল বিপজ্জনক বাড়ি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সিঁথির রায়পাড়ায়। এই ঘটনায় হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বহুকাল ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এদিন আচমকা রাস্তার দিকে ব্যালকনির একাংশ ভেঙে পড়ে। ওই বাড়িতে এক মহিলা তাঁর তিন পোষ্যকে নিয়ে থাকেন। তাঁদের অবশ্য কোনও ক্ষতি হয়নি।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও পুরসভার বিল্ডিং বিভাগের ডেমোলিশন টিম। রাতভর টানা বৃষ্টি হওয়ায় তার জেরেই এই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ কাকলি সেন বলেন, কারও কোনও ক্ষতি হয়নি। ওই বাড়ির নীচে এক সব্জি বিক্রেতা প্রতিদিন ভ্যান নিয়ে দাঁড়ান। এদিন সম্ভবত বৃষ্টির কারণেই তিনি আসেননি। ফলে, বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কাউন্সিলারের দাবি, ওই বাড়ি নিয়ে অনেকদিন ধরেই শরিকী বিবাদ চলছে। ওই ভদ্রমহিলাকে বহুবার বাড়িটি ছাড়তে বলা হয়েছিল। পুরসভাও নোটিস দিয়েছিল। কিন্তু, উনি রাজি হননি।
  • Link to this news (বর্তমান)