• বারুইপুর হাসপাতালে মহিলা ডাক্তারকে হুমকির ঘটনায় গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে আউটডোরের সামনে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের প্রতিবাদ করায় আয়ুষ বিভাগের চিকিৎসক শর্বরী সেনগুপ্তকে গালিগালাজের পাশাপাশি হুমকি দিয়েছিল চালক। এই ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মাধাই সর্দার। এই ঘটনার পর হোয়াটসঅ্যাপ টিম তৈরি করে হাসপাতালে বিশেষ নজরদারি চালাচ্ছে বারুইপুর থানার পুলিস। ওই চিকিৎসকের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক আয়ুষ বিভাগের আউটডোরের জানালার কাচ ভেঙে দিয়েছে। এদিনই সেটি মেরামত করা হয়েছে।   

    বৃহস্পতিবার দুপুরে চিকিৎসককে গালিগালাজ করে হুমকি দেওয়ার ঘটনার পর নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। সন্ধ্যায় বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস এবং আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিরাট বাহিনী হাসপাতালে যায়। সেখানে পুলিস অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে। পুলিসের কর্তারা কথা বলেন হাসপাতালের সুপার ও অন্যান্য চিকিৎসকদের সঙ্গে। অন্যান্য অ্যাম্বুলেন্সের চালকদের ডেকে সতর্ক করে দেওয়া হয়। বলা হয়, যত্রতত্র অ্যাম্বুলেন্স পার্কিং করা যাবে না। পাশাপাশি হাসপাতালে কর্মরত সিভিক ভলান্টিয়ার ও নিরাপত্তা রক্ষীদের ডেকে নজরদারির ব্যাপারে সতর্ক করা হয়। থানার উদ্যোগে যে হোয়াটসঅ্যাপ টিম তৈরি করা হয়েছে তাতে হাসপাতালের সুপার, অতিরিক্ত সুপার, সিভিক ভলান্টিয়ার, হাসপাতালের নিরাপত্তারক্ষী, চিকিৎসক, নার্সিং সুপারিনটেন্ডেন্টকে রাখা হয়েছে। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে গোটা চত্বরে বহিরাগতদের জমায়েত দেখলেই সঙ্গে সঙ্গে তা ওই গ্রুপে জানানোর কথা বলা হয়েছে। পুলিস সেইমতো দ্রুত হাসপাতালে চলে আসতে পারবে।
  • Link to this news (বর্তমান)