• আর জি কর কাণ্ডের জের, রাতের শহরে বাড়ছে নজরদারি, ট্রাফিক গার্ডের জন্য নয়া SOP
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৪
  • নিরুফা খাতুন: আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার পর রাতের মহানগরে নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার। রাতে নজরদারিতে ট্রাফিক পুলিশের জন‌্য এসওপি (SOP) চালু করা হয়েছে বলে খবর। নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বহুতল ও শপিং মলগুলিতে বাড়তি নজরদারি চালাতে হবে। ওইসব জায়গা কতটা সুরক্ষিত, অপরাধমূলক কার্জকম হয় কি না ? সেসব খুঁটিনাটি বিষয়ে যথাযথ নজর দিতে হবে এবার থেকে। বিশেষ করে মহিলা ও শিশুদের সুরক্ষার দিকে গুরুত্ব বাড়াচ্ছে লালবাজার। আর সেই দায়িত্বে রাতের ডিউটিতে কর্মরত ট্রাফিক পুলিশের। ট্রা

    ফিক গার্ডগুলি রাতে নিজেদের কর্তব‌্য পালন করছে কি না, তার নজরদারি করতে সুপারভাইজিং আধিকারিক থাকছেন। তাঁরা রাতে ট্রাফিক গার্ডগুলিতে ভিজিট করবেন। এছাড়া রাতে নজরদারিতে অ‌্যাডিশনাল কমিশনার (ACP) ও ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরাও থাকবেন। কর্মরত নাইট অফিসার ও কর্মীদের তিনি ব্রিফ করবেন।

    শহরে নজরদারিতে রাতে ট্রাফিক পুলিশের টহলদারি থাকে। রাস্তায় নাকা চেকিং, বেপরোয়া গাড়ি এবং চালকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়াই ট্রাফিক পুলিশের প্রধান কর্তব‌্য। আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের পর রাতে শহর সুরক্ষায় এবার ট্রাফিক পুলিশকেও নিয়ে আসা হয়েছে। শুক্রবার লালবাজার (Lalbazar) ট্রাফিক বিভাগ থেকে ট্রাফিক গার্ডগুলিকে নয়া এসওপি পাঠানো হয়েছে। ট্রাফিক গার্ডগুলি কীভাবে রাতে নজরদারি চালাবে, আধিকারিকদের কী কী দায়িত্ব থাকবে, তার একটি গাইডলাইন করে দেওয়া হয়েছে ?
  • Link to this news (প্রতিদিন)