• বঙ্গোপসাগরে তৈরি নয়া ঘূর্ণাবর্ত, শনি-রবি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ২৪ আগস্ট ২০২৪
  • মঙ্গলবার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে কি হাওয়া বদল? প্রশ্ন সাধারণ মানুষের মনে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে নিম্নচাপ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি ঘূর্ণাবর্ত। আর এই জোড়া ফলায় বঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।শনি-রবি কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস?

    হাওয়া অফিস সূত্রে খবর, শনি থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যে কিছু জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

    শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে।

    রবিবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    শনিবারও শহর কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়। শনি এবং রবিবার শহরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম এবং এ দিন অর্থাৎ শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা কমলেও অস্বস্তি বাড়াতে পারে আপেক্ষিক আর্দ্রতা। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৯৪ শতাংশ।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাতে। সোমবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
  • Link to this news (এই সময়)