• নিম্নচাপে সমুদ্র উত্তাল, শনি থেকে সোম টানা বৃষ্টি এই জেলাগুলিতে
    আজ তক | ২৪ আগস্ট ২০২৪
  • IMD Rainfall alert: বঙ্গোপসাগরের উত্তরভাগে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণিঝড়ের প্রবাহ অবস্থান করছে। গত ২২ অগাস্ট উত্তর বাংলাদেশ ও আশপাশের এলাকায় যে নিম্নচাপের অঞ্চল ছিল, তা ২৩ অগাস্ট পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের আশপাশের এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর সঙ্গে যুক্ত ঘূর্ণিঝড়ের প্রবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ক্রমণ ঝাড়খণ্ডের দিকে প্রায় পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

    সমুদ্রপৃষ্ঠে মৌসুমি ট্রফটি বর্তমানে বিকানের, সিকর, ওরাই, চুরক, দেহরি, নিম্নচাপের কেন্দ্র এবং সেখান থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।আবহাওয়ায় প্রভাব:দক্ষিণবঙ্গ
    দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২৪ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।

    বিস্তারিত জানুন:

     উত্তরবঙ্গ

    উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ২৪ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত:
  • Link to this news (আজ তক)