শান্তনু কর, জলপাইগুড়ি: ফার্মের মুরগিকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের। পরিবারের আরও এক সদস্য গুরুতর অসুস্থ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
নিহতেরা হলেন অনীতা কবিরাজ এবং তাঁর ছেলে সুব্রত কবিরাজ। জলপাইগুড়ির ময়নাগুড়ির বাকালির বাসিন্দা তাঁরা। কবিরাজ পরিবারের পোলট্রি ফার্ম রয়েছে। রাত দশটা নাগাদ বাড়ির পোলট্রি ফার্মে খাবার দিতে ঢুকেছিলেন কবিরাজ পরিবারের তিন সদস্য। সেই সময় গোটা ফার্ম শর্টসার্কিট হয়েছিল। তার ফলে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকেই। চিকিৎসকরা মা অনীতা কবিরাজ এবং ছেলে সুব্রত কবিরাজকে মৃত বলে জানান। পরিবারের আরও এক সদস্য রামচরণ কবিরাজ বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক। চলছে চিকিৎসা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ আত্মীয় পরিজনেরা। থমথমে গোটা এলাকাও।