দুর্নীতি মামলার নথি হস্তান্তর সিটের, সন্দীপের বিরুদ্ধে FIR করল CBI
এই সময় | ২৪ আগস্ট ২০২৪
একদিকে,আরজি করের ঘটনায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, আর্থিক দুর্নীতির অভিযোগেও তাঁর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। জোড়া বিপাকে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর মাঝেই সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলা-সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করল সিট। নথি পাওয়ার পরেই নতুন করে FIR দায়ের করে সিবিআই।আরজি কর কাণ্ডের মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগ, টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অ্যান্টি করাপশন ইউনিটেও অভিযোগ করা হয়েছিল। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সিবিআইকে এই দুর্নীতির তদন্ত ভার দেওয়া হয়েছে।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে আগেই সিট গঠন করেছিল রাজ্য। তবে, সিটের হাত থেকে সেই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট। এরপর আজ, শনিবার নিজাম প্যালেসে গিয়ে মামলা-সক্রান্ত যাবতীয় নথি সিবিআই-কে হস্তান্তর করে সিট-এর আধিকারিকরা। সমস্ত নথি হাতে পাওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফে।
আরজি কর দুর্নীতির মামলা তদন্তে অগ্রগতি নিয়ে তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে হাইকোর্টের তরফে। সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে জোরকদমে নামতে চলছে কেন্দ্রীয় সংস্থা বলে সিবিআই সূত্রে খবর। অন্যদিকে, আজ শনিবারও আরজি কর হত্যাকাণ্ডের ঘটনায় সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল সিবিআই। এই নিয়ে টানা নয়দিন সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেন সন্দীপ ঘোষ। এদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ সহ বাকিদের পলিগ্রাফ পরীক্ষাও করা হয়। পলিগ্রাফ টেস্ট-এর জন্য দিল্লি থেকে একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় আসে। তাঁদের উপস্থিতিতেই এদিন সন্দীপের পলিগ্রাফ টেস্ট করা হয়।