• সাতাশের নবান্ন অভিযান ঠেকাতে হাওড়ায় প্রস্তুতি তুঙ্গে
    এই সময় | ২৪ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত। প্রায় রোজই প্রতিবাদ মিছিল শহর বা রাজ্যের নানা জায়গায়। এবার ২৭ আগস্টে ছাত্রদের নবান্ন অভিযানের ডাক পড়ুয়াদের। তাকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের প্রস্তুতি তুঙ্গে।শনিবার দুপুরে আইজি সিআইডি ডিপি সিংহ, আইজি বাঁকুড়া রেঞ্জ সিসরাম ঝাঝারিয়া, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া ময়দান এলাকা ঘুরে দেখেন। রাস্তার দুপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

    পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই দিন হাওড়ার সাঁতরাগাছি, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান এলাকায় তিনটি নিরাপত্তা গেট তৈরি করা হবে। এর পাশাপাশি জল কামান, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হবে। হাওড়া সিটি পুলিশের পাশাপাশি কলকাতা এবং অন্যান্য কমিশনারেট এলাকা থেকেও প্রচুর পরিমান পুলিশ আনা হবে।

    হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পরে জানানো হবে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে প্রায়ই সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। কখনও চাকরিতে দুর্নীতি, কখনও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এর আগেও একাধিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

    তবে প্রতিবারেই নবান্নে পৌঁছনোর অনেক আগে থেকেই অভিযান ঠেকাতে তৎপর হয়ে পুলিশ। কিন্তু চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে যে গণ প্রতিবাদ হচ্ছে তার নজির সাম্প্রতিক কালে হয়নি বলে মনে করছেন অনেকেই। এই অবস্থায় নবান্ন অভিযানের ডাক পড়ুয়াদের। রাজ্যের পুলিশ কীভাবে সেই অভিযান ঠেকায় সেই দিকেই নজর সকলের।
  • Link to this news (এই সময়)