• 'আমি নির্দোষ...', পলিগ্রাফ টেস্টে কেন সম্মতি ধৃত সঞ্জয়ের?
    এই সময় | ২৪ আগস্ট ২০২৪
  • আরজি করের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী(যার সত্যতা এই সময় যাচাই করেনি), এই পরীক্ষার জন্য আদালতে সম্মতি দেয় সঞ্জয়। শুক্রবার রাজ্য সরকারের লিগ্যাল এড ফোরামের পক্ষ থেকে অভিযুক্তের হয়ে সওয়াল করেন আইনজীবী কবিতা সরকার। জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেট সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, কেন সে পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিচ্ছে? সেই সময় অভিযুক্তের দাবি ছিল, সে নির্দোষ। এই পরীক্ষায় হয়তো তা সামনে আসতে পারে।আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। হেডফোনের ছেঁড়া তারের সূত্র ধরেই তার কাছ পর্যন্ত পৌঁছয় পুলিশ। আপাতত মামলার তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা করা হবে।

    কেন পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিল সঞ্জয় রায়?

    শুক্রবার ম্যাজিস্ট্রেট সঞ্জয়কে এই পরীক্ষার জন্য সম্মতি রয়েছে কিনা তা জানার জন্য প্রশ্ন করেন। 'টাইমস অফ ইন্ডিয়া'-র প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয়ের জবাব ছিল, 'আমি কোনও অপরাধ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। হয়তো এই পরীক্ষায় তা প্রমাণ হবে।' তার সম্মতি নেওয়ার আগে আইনজীবী কবিতা সরকার সঞ্জয়কে বোঝান পলিগ্রাফ পরীক্ষা কী এবং কেন করানো হয়। ম্যাজিস্ট্রেট সঞ্জয়ের সম্মতির জন্য প্রশ্ন করলে তার জবাব ছিল, এই পরীক্ষার জন্য সে প্রস্তুত। হয়তো পলিগ্রাফ পরীক্ষাতেই প্রমাণিত হবে সে নির্দোষ।

    সূত্রের খবর, সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা হতে পারে নিউ টাউনের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। উল্লেখ্য, অভিযুক্ত সত্যি না মিথ্যা বলছে তা যাচাই করার অন্যতম নির্ভরযোগ্য পদ্ধতি হল পলিগ্রাফ পরীক্ষা।

    এই পরীক্ষায় জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার উপর নজর রাখা হয়। অভিযুক্তের রক্তচাপ, নাড়ির গতির উপরেও নজর থাকে।
  • Link to this news (এই সময়)