• শহরে নয়া মার্কিন কনসাল জেনারেল ক্যাথি
    এই সময় | ২৪ আগস্ট ২০২৪
  • এই সময়: কলকাতার মার্কিন কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ক্যাথি জাইলস-ডিয়াজ়। তিনি বুধবার, ২১ অগস্ট থেকে এই পদে বহাল হয়েছেন। তাঁর পূর্বসূরি মেলিন্ডা পাভেকের মেয়াদ শেষ হয়েছে ১৮ তারিখ।ক্যাথি বলেন, ‘আমি স্থানীয় মানুষের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মোট ১১টি রাজ্য কলকাতা কনস্যুলার ডিস্ট্রিক্টের আওতায়। আমার লক্ষ্য সবগুলি রাজ্যে গিয়ে সকলের সঙ্গে দেখা করে আমেরিকা-ভারত সম্পর্ককে আরও মজবুত করা। আমি এই দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি।’

    ক্যাথি মার্কিন সরকারের হয়ে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেছেন। এখানে আসার আগে তিনি বেলজিয়ামে ন্যাটোর ইউএস মিশনের পাবলিক অ্যাফেয়ার্স অ্যাডভাইসর হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি মার্কিন বিদেশ দপ্তরের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিসের ডিরেক্টর, লাটভিয়ার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কাজ করেছেন।

    টোকিও, সান সালভাডর, ওয়াশিংটন ডিসি-তেও নানা দায়িত্ব পালন করেছেন। মার্কিন বিদেশ দপ্তরে যোগ দেওয়ার আগে ক্যাথি টিভি সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি হোয়াইট হাউস ও বিদেশ দপ্তরের মতো বিট কাভার করেছেন।

    তিনি বায়োলজি ও জাপানিজ় স্টাডিজ়ে গ্র্যাজুয়েশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স করেছেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামেও তিনি সুযোগ পেয়েছিলেন।
  • Link to this news (এই সময়)