• বৃষ্টি থামার লক্ষণ নেই, দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি
    এই সময় | ২৫ আগস্ট ২০২৪
  • ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে। একাধিক জেলায় কমলা সতকর্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাড়ছে। এর পাশাপাশি, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের জয়সালমীর, কোটা, খাজুরাহো থেকে রাঁচি, কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলে আগামী ২৪ ঘণ্টার জন্য দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা এখন রাজস্থানের জয়সলমের, কোটা, খাজুরাহো থেকে রাঁচি, কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সেই কারণেই এখনই বৃষ্টি থামার লক্ষণ নেই।

    দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাত হবে। সোমবার পর্যন্ত ভালো বৃষ্টি চলবে। বৃষ্টির কারণে একাধিক জলমগ্ন। জল যন্ত্রনায় পড়তে হয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    উত্তরবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদায় বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।

    কলকাতায় কেমন আবহাওয়া?

    আগামী দু’দিন কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.১ ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।
  • Link to this news (এই সময়)