• আরজি করের প্রাক্তন সুপার সহ একাধিক কর্তার বাড়িতে সিবিআই
    এই সময় | ২৫ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতাল সংক্রান্ত সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। এরপরেই তৎপর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। রবিবার সকালে আরজি কর হাসপাতালের একাধিক প্রাক্তন কর্তার বাড়িতে যায় সিবিআই।এ দিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যান তদন্তকারীরা। এছাড়াও সিবিআই গিয়েছে ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্টের বাড়িতেও। এছাড়াও হাওড়ায় হাটগাছায় বিপ্লব সিংহ নামক এক ব্যক্তির বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা। তিনি হাসপাতালের চিকিৎসা সামগ্রী সরবরাহ করে থাকেন।

    সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। মর্গ থেকে দেহ গায়েব হয়ে যাওয়া, মেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগে তিনি সরব হয়েছিলেন।

    এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ অগস্ট রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল। কিন্তু, এই মামলার তদন্তভার ইডিকে দেওয়ার আবেদন জানিয়ে আদালতে গিয়েছিলেন আখতার আলি। গত শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, সিবিআই আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্ত করছে। তাই এই অভিযোগগুলির তদন্তভারও সংশ্লিষ্ট সংস্থাকেই দেওয়া হল। এরপরেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    আখতার আলি দাবি করেছিলেন, ‘বেআইনিভাবে সন্দীপ ঘোষ বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি করতেন। এর পরিণতি কী হতে পারে ভাবতে পারছেন! এইচআইভির মতো সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও থেকে যায়।' রবিবার সকালে সিবিআইয়ের একাধিক দল বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আরজি কর হাসপাতালের একাধিক কর্তার বাড়িতে যায়।
  • Link to this news (এই সময়)