নবান্ন অভিযান নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের
এই সময় | ২৫ আগস্ট ২০২৪
এই সময়: আগামী মঙ্গলবার, ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু এর পিছনে আসলে গেরুয়া শিবির রয়েছে বলে পুলিশের ধারণা। এই কর্মসূচি নিয়ে সর্তক রাজ্য পুলিশের কর্তারা অভিযানের দিন নবান্ন চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার রূপরেখা তৈরি করলেন। শনিবার রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়।ওই বিক্ষোভ মোকাবিলায় ২১০০-রও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জল কামানও রাখতে বলা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনারের অধীনে এই ফোর্স থাকবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
এই ব্যবস্থাপনা নিয়ে পুলিশ কর্মীদের পুরো বিষয়টি বুঝিয়ে দিতে কাল, সোমবার শরৎ সদনে বৈঠক ডেকেছেন হাওড়ার পুলিশ কমিশনার। সূত্রের খবর, বিক্ষোভ মোকাবিলায় আশেপাশের বিভিন্ন জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদেরও আনা হচ্ছে।
ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন কার্যত দূর্গ করে ফেলা হবে নবান্ন এবং তার চারপাশের এলাকা। সেজন্য ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন দায়িত্বে। থাকছেন ১৩ জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসারও।
পাশাপাশি ১৫ জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার, ২২ জন এসি বা ডিএসপি পদমর্যাদা এবং ২৬ জন ইনস্পেক্টর সহ দু'হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্রের খবর।