• বোলপুরে চালক ছাড়াই চলল টোটো, জখম ৩
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: দিনেদুপুরে টোটোর ভূতুড়ে কাণ্ডে বোলপুর শহরে শোরগোল ছড়াল। চালকবিহীন অবস্থাতেই আচমকা দ্রুত চলতে শুরু করে একটি টোটো। এরপর কখনও সামনে এগিয়ে গিয়ে পথচারী ও স্কুটিকে ধাক্কা মারে কখনও আবার অনেকটা পিছনে ঘুরে যায়। পুরো ঘটনাটি রাস্তার একটি সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বোলপুরের চৌরাস্তায় ওই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ব্যস্ততম রাস্তায় বিভিন্ন যানবাহন ও পথচারী চলাচল করছিলেন। তার মাঝেই ভূতুড়ে কাণ্ড ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, চালকবিহীন দাঁড়িয়ে থাকা একটি টোটো হঠাৎই দ্রুতগতিতে চলতে শুরু করে। সজোরে গিয়ে প্রথমে ধাক্কা মারে এক স্কুটিচালক ও মহিলা পথচারীকে‌‌। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই টোটো চালকদের একাংশের বদনাম রয়েছে। তাই পথচারীদের জখম করতেই টোটোর দিকে রে রে করে তেড়ে যান প্রত্যক্ষদর্শীরা। কিন্তু কোথায় চালক? তিনি তো বাইরে টোটো নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। এরপর জখম দু’জনকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লে ফের অঘটন ঘটে। এবার টোটো ব্যাক গিয়ারে ফের দুই পথচারীকে ধাক্কা মারে। জানা গিয়েছে, শর্ট সার্কিটজনিত কারণে টোটোটি আপনা-আপনিই চলতে শুরু করে। সেইসময় টোটোটি দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টাও করছিলেন চালক। কিন্তু আচমকা চলতে শুরু করায় বিপত্তি ঘটে। এই ঘটনায় স্কুটিচালকের পা ভেঙেছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কপাল খারাপ ছিল টোটোচালকের। একে যান্ত্রিক গোলযোগের কারণে বিস্তর খরচ, অন্যদিকে চারজন পথচারী জখম হওয়ায় উত্তম-মধ্যম জোটে তাঁর কপালে। যদিও সেই টোটোচালকের পরিচয় জানা যায়নি। 
  • Link to this news (বর্তমান)