• লোহরপুরে গঙ্গাগর্ভে তলিয়ে গেল ৫টি পাকা বাড়ি, আশঙ্কায় বাসিন্দারা, ক্ষোভ
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জের লোহরপুরে মাটির বাঁধ সহ পাঁচটি পাকা বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। শনিবার সকাল থেকে এলাকার অনেকটা অংশ ধসে পড়তে থাকে। নিমেষেই পাঁচটি বাড়ি তলিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আশপাশের পরিবারগুলোও আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। অনেকেই শেষ সম্বলটুকু সরিয়ে অন্যত্র নিয়ে যান। সর্বস্ব হারানো কয়েকটি পরিবারের বর্তমানে অস্থায়ী শিবিরে ঠাঁই হয়েছে। প্রশাসনের পক্ষ আশপাশের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। চোখের সামনে একের পর এক বাড়ি তলিয়ে যেতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান না হওয়ায় ভুক্তভোগীরা এদিন ক্ষোভ প্রকাশ করেন। ভাঙন রোধের স্থানীয় সমাধানের দাবি জানান বাসিন্দারা এলাকাবাসী।

    এ প্রসঙ্গে সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ বলেন, পাঁচটি বাড়ি পড়ে গিয়েছে। পাঁচটি পরিবারকে আপাতত একটি স্কুলে অস্থায়ীভাবে রাখা হয়েছে। গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাসকারী আরও কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

    জানা গিয়েছে, গ্রামকে রক্ষা করতে বহু বছর আগে এলাকায় মাটির বাঁধ দেওয়া হয়। লোহরপুর থেকে শিকদারপুর পর্যন্ত প্রায় পাঁচ কিমি এই বাঁধ ছিল এলাকাবাসীর একমাত্র ভরসা। নদী কাটতে কাটতে বাঁধের কাছাকাছি এসে ফুঁসছিল। মাসখানেক আগেই পার্শ্ববর্তী নতুন শিবপুরে ভয়াবহ ভাঙন শুরু হয়। দশটিরও বেশি পাকা বাড়ি গঙ্গার জলে তলিয়ে যায়। তখন থেকেই মনে মনে প্রমাদ গুনছিলেন লোহরপুরবাসী। তারপর তেমন আর ভাঙন না হওয়ায় আশায় বুক বাঁধছিলেন লোহরপুরের মানুষ। ভেবেছিলেন গঙ্গা এবার ক্ষান্ত হবে। কিন্তু, শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী উত্তর চাচন্ডে ভাঙন শুরু হয়। বিশাল বাঁশঝাড় সহ কয়েক মিটার এলাকা নদীতে তলিয়ে যায়। তারপর থেকেই তীরবর্তী এলাকার মানুষ বাড়িঘর ভাঙতে শুরু করেন।  
  • Link to this news (বর্তমান)