• সাড়ে ৩ লক্ষ উদ্ধার করল রানাঘাট পুলিস
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাতসকালে হাতে মোবাইল নিয়েই চমকে উঠেছিলেন রথীনবাবু। খেয়াল করেন অজানা কয়েকটি নম্বর থেকে তাঁর ফোন ঢুকছে ওটিপি। ব্যাপারটা কী? এই প্রশ্নের উত্তর খুঁজে ওঠার আগেই দ্বিতীয় চমক। নিজে থেকেই সেই ওটিপি ফরোয়ার্ড হয়ে যাচ্ছে অন্য একাধিক নম্বরে। কিছু গন্ডগোল হচ্ছে আন্দাজ করেই নিজের একটি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ব্যালেন্স চেক করেন তিনি। ব্যাস, তাঁর মাথায় হাত! খেয়াল করেন, তাঁর ক্রেডিট কার্ড থেকে সাড়ে তিন লক্ষ টাকা ব্যবহার হয়েছে। সাইবার প্রতারকরা যে তাঁর ফোনকে নিয়ন্ত্রণ করছে বুঝতে পেরেই, সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান পুলিসের কাছে। অভিযোগ দায়ের করেন সাইবার প্রতারণার মামলায়। তদন্তে নেমে রথীনবাবুর খোয়া যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে রানাঘাট পুলিস। জানা গিয়েছে, মধ্যবয়স্ক রথীনবাবু নদীয়ার চাকদা পূর্ব বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। চলতি বছর ৮ মে মাসের সকালে তিনি বুঝতে পারেন, যে তিনি সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছেন। ঘটনার তদন্তে নামে দেখা যায়, তাঁর ফোনে ‘ম্যালওয়্যার অ্যাক্টিভিটি’ অর্থাৎ দূর থেকে ওই ব্যক্তির ফোন নিয়ন্ত্রণ করার বিশেষ সফটওয়্যার ইনস্টল করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)