• সিবিআইয়ের থেকে পুলিসের নেটওয়ার্ক ভালো, দাবি তৃণমূলের জেলা সভাপতির
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: সিবিআই কি মঙ্গলগ্রহ থেকে নেমে এসেছে নাকি? তাদের চেয়েও রাজ্যের পুলিসের নেটওয়ার্ক যথেষ্ট ভালো। আমরাও চাই বিচার হোক। দোষীদের শাস্তি হোক। কিন্তু এখন এটাকে নিয়ে কিছু রাজনৈতিক দল রাজনীতি করছে। শনিবার বিকেলে কাটোয়া পুরসভা মোড়ে পথসভা থেকে এমনটাই বলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সিপিএমের আমলেও কয়লা পাচার হতো আসানসোলে। আর সেই সময় এক পুলিস আধিকারিক তার মূল কাণ্ডারি ছিলেন। এখন সেই প্রাক্তন পুলিস অফিসার চ্যানেলে বসে বড় বড় কথা বলছেন।

    এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথসভা হয়। তৃণমূলের জেলা সভাপতি বলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ কথাটা এখন  নীচে নেমে যাচ্ছে। চতুর্থ  পঞ্চম শ্রেণির পড়ুয়াদের রাস্তায় মিছিলে নামানো হচ্ছে। বিরোধীরা এই বিষয়ে অযথা রাজনীতি করছে এটাকে নিয়ে।
  • Link to this news (বর্তমান)