• ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব-১৫ এবং ১৭ ট্রায়ালে শিলিগুড়িতে ব্যাপক সাড়া
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: ইস্ট বেঙ্গলে খেলার জন্য ট্রায়ালে খুদে ফুটবলারদের ভিড় উপচে পড়ল। শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ ও ১৭-র দল গঠনের জন্য ট্রায়াল ডেকেছিল ইস্ট বেঙ্গল। দুই বিভাগ মিলিয়ে এদিন মোট ৬৫২ জন খুদে ফুটবলার ট্রায়ালে অংশ নেয়। এর মধ্যে অনূর্ধ্ব-১৫ বিভাগে সাড়ে তিনশোরও বেশি ফুটবলার এসেছিল। শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ প্রতিবেশী রাজ্য অসম থেকেও বহু ফুটবলার এদিনের ট্রায়াল অংশ নেয় বলে জানিয়েছেন ইস্ট বেঙ্গলের শিলিগুড়ির প্রতিনিধি রবীন মজুমদার। ফুটবলার বাছাইয়ের জন্য এসেছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ফাল্গুনি দত্ত ও হীরক সাহা। সামনে ইয়ুথ ফুটবল লিগ রয়েছে। তাই ভালো দল গঠনের জন্য উত্তরবঙ্গ থেকে  প্রতিভার অন্বেষণে নেমেছে ক্লাব। আগের দু’টি ট্রায়ালেও ভিড় উপচে পড়ে। এখনও পর্যন্ত উত্তরবঙ্গে তিন জায়গায় ট্রায়াল নিল ইস্ট বেঙ্গল। গত ২২ আগস্ট জলপাইগুড়িতে ট্রায়াল নেওয়া হয় অনূর্ধ্ব-১৫ ও ১৭ ফুটবলারদের। এরপর ট্রায়াল নেওয়া হয় বীরপাড়ায়। এখান থেকে বাছাই করা ফুটবলাররা কলকাতার মূল ট্রায়ালে অংশ নেবে বলে জানান রবীন মজুমদার। এই ভিড়ে অভিভূত ফাল্গুনি দত্ত। তিনি বলেন, এই দেখে প্রমাণ হচ্ছে উত্তরবঙ্গে ফুটবল নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে। এদিন ট্রায়ালে এতসংখ্যক খুদে আসায় প্রতিভাবান ফুটবলার বেশি পাওয়া গিয়েছে। তিন জায়গায় ট্রায়ালে বেশ কয়েকজন ভালো ফুটবলার নজর কেড়েছে। 

    রবীন মজুমদার বলেন, এখানে প্রতিভার অভাব নেই। ঠিকমতো সুযোগ পেলে ভালো ফুটবলার উপহার দেবে উত্তরবঙ্গ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)