• পঞ্চায়েত সদস্যের ঘরে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: পঞ্চায়েত সদস্যের বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের মৌলানি গ্রামে।

    স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের হুসনেরা বেগমের বাড়ির পিছনের একটি কাঁচা ঘর আগুনে পুড়ে যায়। হুসনেরার অভিযোগ, তৃণমূলেরই অন্য গোষ্ঠীর দুষ্কৃতীরা আগুন দিয়েছে। তিনি বলেন, কিছু দিন আগে একটি খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরে আমাদের উপর নানাভাবে অত্যাচার করছে অন্য গোষ্ঠী। রাতে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে দেখতে পাই কাঁচা ঘরটি দাউ দাউ করে জ্বলছে। আমাদের দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারাও তৃণমূল দল করে। এপ্রসঙ্গে কমলাগাঁও সুজালির তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার বলেন, সঙ্গে সঙ্গেই পুলিসে খবর দিই। বিষয়টি পুলিস তদন্ত করে দেখছে। 
  • Link to this news (বর্তমান)