• বাংলা ভাগের দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: একতাই বল। সেই কথায় বোধহয় বিন্দুমাত্র ভরসা করে না বিজেপি। নাহলে কেন দলের সাংসদ থেকে শুরু করে ছোট, বড়, মাঝারি নেতারা বারবার বিচ্ছিন্নতাবাদীদের মতো কথা বলেন! উত্তরবঙ্গে বিজেপির প্রায় সব সাংসদই সম্প্রতি একবার করে পৃথক রাজ্যের দাবি তুলেছেন। এবার রায়গঞ্জে গিয়ে ঘুরিয়ে বাংলা ভাগের দাবি জানালেন দক্ষিণবঙ্গের সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। বিধানসভায় বিজেপির বিধায়করা অবশ্য সম্মিলিতভাবে জানিয়েছেন, তাঁরা উত্তরবঙ্গ বিভাজনের পক্ষে নন। তারপরও মানুষকে বিভ্রান্ত করতে কেন্দ্রীয় মন্ত্রী বিভেদের বার্তা দিচ্ছেন বলে পাল্টা আক্রমণ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
  • Link to this news (বর্তমান)