• চাকদহে এক মাস জলে ডুবে রাস্তা, বিক্ষোভ কৃষকসভার
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: চাকদহ বাস স্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তা বিগত প্রায় এক মাস ধরে জলে ডুবে রয়েছে। বৃষ্টি কমলেও নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় নামছে না জল। এতে গুরুত্বপূর্ণ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনই পুজোর আগে রাস্তার দু’ধারে থাকা ব্যবসায়ীদেরও প্রভূত ক্ষতি হচ্ছে। এছাড়া ওই রাস্তায় জলে ডুবে থাকা বড় গর্তের সমস্যা তো আছেই। সেখান দিয়ে যেতে গিয়ে টোটো, মোটরসাইকেল উল্টে মাঝেমধ্যেই বিপত্তি ঘটছে। দীর্ঘদিন প্রশাসন এই সমস্যার দিকে কোনও নজর দিচ্ছে না বলে অভিযোগ।

    গুরুত্বপূর্ণ এই রাস্তা দ্রুত মেরামতির দাবিতে শনিবার সারা ভারত কৃষকসভার নেতৃত্বে এবং অন্যান্য বামপন্থী গণসংগঠনের উদ্যোগে চাকদহ -বনগাঁ রোডে অবস্থান বিক্ষোভ ও অবরোধ করা হয়। ওই রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানায় কৃষকসভা। ঘণ্টাখানেকের অবরোধে সাময়িক যানজট তৈরি হয় ওই রাস্তায়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস পাওয়ার পর অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই বিষয়ে চাকদহ ব্লক কৃষকসভার পক্ষ থেকে সম্পাদক সুব্রত কর বলেন, এই জলযন্ত্রণার দ্রুত সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। 
  • Link to this news (বর্তমান)