• তিন কুকুরছানাকে গাড়িতে পিষে ‘খুন’! রিপোর্ট তলব হাইকোর্টের
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়গ্রামে হামলায় একটি গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনার নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ। এবার তিনটি কুকুরছানাকে গাড়ির চাকায় পিষে মারার ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হুগলির সিঙ্গুরের ঘটনা। গত ২২ জুন দুপুর ২টো নাগাদ সিঙ্গুরের মাছ বাজার সংলগ্ন রাস্তার একপাশে খেলা করছিল তিনটি কুকুরছানা। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মাহিন্দ্রা এক্সইউভি গাড়ি (ডব্লুবি১৬বিএল২৮৩৮) তাদের পিষে দিয়ে চলে যায়। মামলাকারী তথা ওই বাজারের ব্যবসায়ী স্বর্ণেন্দু খাঁর দাবি, রাস্তায় পর্যাপ্ত জায়গা ছিল। তাও ইচ্ছাকৃতভাবে তিনটি কুকুরছানাকে পিষে দিয়ে চলে যায় ওই গাড়িটি। স্বর্ণেন্দুবাবু ছাড়াও এই ঘটনার সাক্ষী বাজারের অন্য ব্যবসায়ীরা। তাঁরা তৎক্ষণাৎ ওই গাড়িটিকে আটকাতে যান। কিন্তু দ্রুত গতি থাকায় সেটিকে আটকানো যায়নি। 

    মামলাকারীর অভিযোগ, এই ঘটনায় তিনি ও বাজারের কয়েকজন ব্যবসায়ী সিঙ্গুর থানার দ্বারস্থ হন। প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে থানা। শেষে স্থানীয়দের চাপে তিনদিন পর অভিযোগ নথিভুক্ত হয়। তবে অভিযোগ দায়ের করলেও এফআইআরে লঘু ধারা দেয় পুলিস। মামলায় আরও অভিযোগ, ঘটনার পর দু’মাস কেটে গেলেও ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করেনি পুলিস। শেষে স্থানীয়রা বিক্ষোভ দেখালে রূপেশ শাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। যিনি ঘটনার দিন ওই গাড়িটি চালাচ্ছিলেন। অভিযোগ, গ্রেপ্তারের দিনই ছাড়া পেয়ে যান রূপেশ। এরপর কোন্নগরের বাসিন্দা গাড়ির মালিক সৌভিক হাজরাকে গ্রেপ্তারের পর ছাড়া পান তিনি। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়। শুনানির পর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। অক্টোবর মাসে ফের মামলার শুনানি।
  • Link to this news (বর্তমান)