• লোকাল ট্রেনের চাকায় ধোঁয়া আগুন-আতঙ্ক কামারকুণ্ডুতে
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের ট্রেনে আগুন লেগে যাওয়ার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শনিবার দুপুরে হাওড়া-তারকেশ্বর লাইনে একটি লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে ওই আতঙ্ক দেখা দেয়। যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, বেলা ১০টা নাগাদ কামারকুণ্ডু স্টেশনে ঢোকার আগে ওই ট্রেনটির কামরার তলা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেন কামারকুণ্ডুতে দাঁড় করিয়ে দেওয়া হয়। দ্রুত রেলকর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে অবশ্য জানা যায় ট্রেনটিতে ‘ব্রেকবাইন্ডিং’ হয়েছিল, অর্থাৎ ট্রেনের চাকার সঙ্গে ব্রেক কোনওভাবে জড়িয়ে গিয়েছিল। সেই ঘর্ষণেই আগুনের ফুলকি ও ধোঁয়া ছড়িয়েছিল। কিছু সময় পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ট্রেনটি ফের তারকেশ্বরের দিকে রওনা হয়ে যায়।এনিয়ে কামারকুণ্ডু স্টেশন কর্তৃপক্ষ অবশ্য কোনও বিবৃতি দিতে চায়নি। তবে রেলকর্মীদের একাংশের দাবি, ওই ঘটনা অস্বাভাবিক নয়। অনেকক্ষেত্রেই এমন ঘটনা ঘটে। তাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এক্ষেত্রে রেলযাত্রীদের চোখে পড়ে যাওয়ায় একে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছিল। প্রসঙ্গত, চলতি মাসেই একাধিকবার হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেনে প্যান্টোগ্রাফ থেকে আগুন ধরে যাওয়ার আতঙ্ক তৈরি হয়েছিল।
  • Link to this news (বর্তমান)