• ‘এ তো ভয়ঙ্কর অবস্থা! এদের গ্রেফতার করে থার্ড ডিগ্রি দেওয়া উচিত সিবিআইয়ের’
    হিন্দুস্তান টাইমস | ২৫ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের আতসকাচের নিচে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সত্য সামনে আনতে তাঁকে ও তাঁর সহযোগীদের ‘থার্ড ডিগ্রি’ দেওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বৈঠক করে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর পরিকল্পনা করেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি।

    শনিবার এক সাংবাদিক বৈঠকে সুকান্তবাবু বলেন, ‘গতকাল যে স্টিং অপারেশনের ভিডিয়ো আমরা দেখেছি, সে তো হাড় হিম করে দিচ্ছে। হত্যার পর মিটিংয়ে বসেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। তাতে একজন উকিলবাবু এসেছিলেন, সম্ভবত তিনি রোগীকল্যাণ সমিতির সদস্য। তারা সেখানে বসে মিটিং করেছে। এবং সেই মিটিংয়ে ঠিক হয় যে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানো হবে।’

    সুকান্তবাবু বলেন, ‘এমনি ফোন যায়নি যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে। এতো ভয়ঙ্কর অবস্থা! সিবিআইয়ের উচিত এদের নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি দেওয়া। দিয়ে মুখ থেকে সঠিক তথ্য বার করা। এবং বের করে জাস্টিস দেওয়া। আমরা চাইছি সিবিআই কঠোর থেকে কঠোরতমভাবে তদন্ত করুক। এদের গ্রেফতার করে থার্ড ডিগ্রি দিয়ে এদের কাছ থেকে তথ্য বার করুন।’

    আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তদন্তভার হাতে পাওয়ার পর থেকে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করে চলেছে সিবিআই। তবে এই ঘটনায় ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কারা জড়িত সেই প্রশ্নের জবাব এখনও দিতে পারেনি তারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)