• আরজি করে দুর্নীতির তদন্তে প্রাক্তন সুপার, ফরেন্সিক বিভাগের অধ্যাপকের বাড়িতে CBI
    হিন্দুস্তান টাইমস | ২৫ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে রবিবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই। হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ, ফরেন্সিক মেডিক্যাল বিভাগের অধ্যাপক দেবাশিস সোম ও হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহের দায়িত্বে থাকা বিক্রম সিংহের বাড়িতে। সূত্রের খবর, হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

    আরজি কর মেডিক্যালে দুর্নীতি সংক্রান্ত তদন্তভার গত শুক্রবার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশে শনিবারই FIR দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। আর তার পর দিন সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশিতে নামল তারা। এদিন সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর সন্দীপবাবুর বাড়িতে ঢুকতে পারেন তাঁরা। একই সঙ্গে সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতে যান তাঁরা। সঞ্জয় বশিষ্ঠ আরজি কর হাসপাতালে মৃতদেহ পাচার, টাকা নিয়ে পাশ করানো ও হাসপাতালের দোকান বেআইনিভাবে ভাড়া দেওয়ায় অভিযুক্ত।

    একই সঙ্গে কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে দেখা যায় সিবিআই গোয়েন্দাদের। হাসপাতালে আসা বেওয়ারিশ দেহ পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও। এছাড়া হাওড়ার সালকিয়ায় বিক্রম সিংহ নামে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন আখতার আলি।

    চার জায়গাতেই প্রায় ২ ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে গত ৯ দিন ধরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করছিলেন গোয়েন্দারা। দশম দিনে হাসপাতালে দুর্নীতির তদন্তে সরাসরি তাঁর বাড়িতে হাজির হল সিবিআই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)