মঙ্গল থেকে চলছে টানা দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হচ্ছে বৃষ্টিপাত। হাওয়া বদলের সম্ভাবনা কি আপাতত রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। এরপর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রবিবার সপ্তাহের শেষ দিনেও কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। সোমবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তাপমাত্রা সামান্য কমলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৩ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এ দিন। সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।