• ডেঙ্গি দমনে AI ব্যবহারের ভাবনা পুরসভার
    এই সময় | ২৫ আগস্ট ২০২৪
  • এই সময়: এ বার ডেঙ্গি দমনে এআইয়ের সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। এই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। তবে ডেঙ্গি দমনে এআই কী ভাবে ব্যবহার হবে, তা নিয়ে পুরসভার একাধিক আধিকারিকের মনে প্রশ্ন রয়েছে।পুরসভা সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গির জীবাণুকে যত তাড়াতাড়ি চিহ্নিত করা যাবে, রোগ নিরাময়ে ততই সুবিধা হবে। তাই ডেঙ্গির জীবাণুবাহি মশাকে চিহ্নিত করার কাজেই এআই ব্যবহারের কথা ভাবছে কলাকাতা পুরসভা। শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানান, গত বছরের তুলনায়, এই বছর কলকাতায় ম্যালেরিয়া এবং ডেঙ্গির দাপট অনেকটাই কম রয়েছে।

    কলকাতা পুরসভার স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে ২০৩০ সালের মধ্যে ডেঙ্গি মুক্ত শহর এবং ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির দিকে এগোচ্ছে কলকাতা পুরসভা। তাই ম্যালেরিয়া এবং ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য শহর জুড়ে একাধিক কর্মসূচি চলে সারা বছর। পুরসভার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কাজের একটা বড় অধ্যায় হলো ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ে জন সচেতনতা গড়ে তোলা।

    সেই কাজেও এআই প্রযুক্তিকে কী ভাবে ব্যবহার করা যায় তা নিয়েও ভাবনা-চিন্তা শুরু করেছেন পুরসভার আধিকারিকরা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'ডেঙ্গি ভ্যাকসিনের বিষয়েও খোঁজখবর নিতে শুরু করেছে কলকাতা পুরসভা। ডেঙ্গি নির্মূল করতে প্রয়োজনে ভ্যাকসিন ব্যবহার করা হতে পারে।' এই নিয়েও একাধিক সংস্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)