• আর জি করে দুর্নীতি কাণ্ড: সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, মোট ১৫টি জায়গায় চলছে তল্লাশি
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ সহ একাধিক আধিকারিকের বাড়িতে হানা দিল সিবিআই। আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির তদন্তে এই অভিযান বলে সূত্র মারফত জানা গিয়েছে। আজ, রবিবার বেলেঘাটা, এন্টালি, হাওড়া সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের একাধিক দল। কেন্দ্রীয় এজেন্সির একটি দল গিয়েছে আর জি কর মেডিক্যালেও। সেখানে গিয়ে মেডিক্যাল কলেজের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআইয়ের গোয়েন্দারা। আর জি করের স্টোর বিল্ডিং সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়ে তাঁর ব্যবহৃত কম্পিউটারও পরীক্ষা করছেন তারা। আর জি করে আর্থিক দুর্নীতি নিয়ে রাজ্যের তৈরি করা সিট তদন্ত করছিল। সেই তদন্তভার সিবিআইয়ের হাতে দু’দিন আগেই তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছিল, রাজ্যের তৈরি করা সিট সমস্ত নথি তুলে দেবে সিবিআইকে। সেই অনুযায়ী, নির্দিষ্ট সময়েই নথি হস্তান্তর করে সিট। সেগুলি প্রাথমিকভাবে দেখার পর গতকাল, শনিবার দুর্নীতি দমন আইনে মামলা রুজু করে আলিপুর আদালতে এফআইআরের কপি জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, এই মামলায় তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করেছে সিবিআই। আজ, রবিবার সেই টিমের সদস্যরাই ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে, বলে সিবিআই সূত্রে খবর। এদিন সকালে প্রথমে বেলেঘাটায় ডাঃ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে দরজা খোলেননি তিনি। পরে প্রায় ৭৫ মিনিট বাদে দরজা খোলেন সন্দীপ ঘোষ। তখনই তাঁর বাড়িতে প্রবেশ করে সিবিআইয়ের সাতজন আধিকারিক। দরজা খুলতে এত দেরি কেন? সেই প্রশ্নই সন্দীপকে করে সিবিআই। সূত্রের খবর, তাঁর মোবাইলের কল ডিটেলস চেক করছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। শুধুই সন্দীপ ঘোষ নন, এদিন সকাল থেকেই একাধিক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। যার মধ্যে রয়েছেন, আর জি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোম, প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও বিপ্লব সিং নামের এক ব্যক্তি।
  • Link to this news (বর্তমান)