আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছিল শিয়ালদহর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। এরপরেই তৎপর হয় সিবিআই। সূত্রের খবর, রবিবার সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে। এ দিন সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় সিবিআই-এর একটি দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারেই পলিগ্রাফ পরীক্ষা করা হবে সঞ্জয়ের। তৈরি করা হয়েছে নির্দিষ্ট প্রশ্নমালাও।এই মুহূর্তে আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয়কে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। শনিবার সিবিআই-এর একটি দল সেখানে গিয়েছিল। কোথায় সঞ্জয়ের পরীক্ষা করা হবে, কী কী ব্যবস্থার প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে সিবিআই জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, সূত্রের খবর এমনটাই।
রবিবার আরজি করের ঘটনায় মোট তিন জনের পলিগ্রাফ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সঞ্জয় ছাড়াও আরও দুই জন চিকিৎসকের এই টেস্ট হবে রবিতে। শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলা মোট সাত জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয় সিবিআই-এর পক্ষ থেকে। তদন্তকারীরা অনেকের বয়ান নিয়ে সন্তুষ্ট ছিলেন না। অনেকেই বয়ান বদল করছিল বলে সূত্রের খবর। আর সেই কারণেই পলিগ্রাফ পরীক্ষার আবেদন করা হয় সিবিআই-এর পক্ষ থেকে।
উল্লেখ্য, গত ৮ অগস্ট আরজি করের তরুণী চিকিৎসকের নাইট শিফ্ট ছিল। পরের দিন অর্থাৎ ৯ অগস্ট সেমিনার হল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ধর্ষণ ও খুন করে হত্যা করা হয় তাঁকে, অভিযোগ এমনটাই। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার তুলে দিয়েছিল সিবিআই-এর হাতে। এরপর সঞ্জয়কে হেফাজতে নেয় সিবিআই। সূত্রের খবর, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে সঞ্জয়। আর সেই কারণেই পলিগ্রাফ পরীক্ষা করতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্ত সত্যি বলছে কিনা, তা যাচাই করার ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য পন্থা এই পলিগ্রাফ টেস্ট, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।