• নানুরে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, মারধর, ভাঙচুর
    এই সময় | ২৫ আগস্ট ২০২৪
  • বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে মারধর ও ভাঙচুর। ফের চাঞ্চল্য নানুরে। মারধরের ভিডিও প্রকাশ্যে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের মুক্তির প্রার্থনায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ায় মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। এসডিপিও অফিসে দ্বারস্থ জখম অনুব্রতর অনুগামী তৃণমূল কর্মীরা।

    সূত্রের খবর, গত তেইশে আগস্ট বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা পাথরচাপরির মাজারে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় চাদর চাপান। সেখানে গিয়েছিলেন বীরভূমের নানুরের বেশ কিছু তৃণমূল কর্মীও। তাঁরা অনুব্রতর অনুগামী বলে সূত্রের খবর।

    অনুব্রত মণ্ডলের অনুগামীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠদের মারধর করা হয়, পাশাপাশি তাঁদের বাড়িতে ভাঙচুরও চালানো হয়।

    অনুব্রত অনুগামী গদাধর হাজরা বলেন, 'সিপিএমের আমল থেকে আমরা তৃণমূল করে আসছি। অনুব্রত মণ্ডলের হাত ধরেই এসেছিলাম এই দলে। সিপিএমকে বিতাড়িত করেছি। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে আমরা একপ্রকার বন্দি হয়ে রয়েছি এলাকায়।'

    তবে একই সঙ্গে অনুব্রত অনুগামীদের হুঁশিয়ারি, 'কাজল শেখ যদি বেশি বাড়াবাড়ি করে তিনিও পালানোর পথ পাবেন না।' তবে, ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখের অনুগামীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
  • Link to this news (এই সময়)